Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত আমচাষীদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত আম চাষীদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আম চাষীরা। 
বুধবার সকালে আমবাগান সমিতির ব্যানারে জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক আম বাগান মালিক সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
পীরগঞ্জ উপজেলার আমবাগান সমিতির সভাপতি আবু জাহিদ জুয়েলের সভাপতিত্বে এসময় বক্তব দেন, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র একরামুল হক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ আমবাগান সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। 
মানবন্ধন কর্মসূচি শেষে ক্ষতিগ্রস্ত আমচাষীরা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবি নিয়ে একটি স্মারকলিপি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের কাছে দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত আমচাষীদের সরকারি সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন।

About Syed Enamul Huq

Leave a Reply