Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশের কৃষি ও প্রান্তিক কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করছে ইউসিবি –এমডি মোহাম্মদ শওকত জামিল
--প্রেরিত ছবি

দেশের কৃষি ও প্রান্তিক কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করছে ইউসিবি –এমডি মোহাম্মদ শওকত জামিল

ময়মনসিংহ ব্যুরো: স্বনির্ভরতা অর্জনে দেশের কৃষি সেক্টরে ব্যাংকগুলোকে
বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কৃষি ও
প্রান্তিক কৃষকের সার্বিক উন্নয়ন সহায়তায় আন্তরিকভাবে কাজ করছে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে লিমিটেডের (ইউসিবি)। ইউসিবি’র ২০৪টি
শাখায় কৃষিতে বিনিয়োগের অংশ হিসেবে কৃষকের জন্য নানা ঋণ সহায়তা দিয়ে
আসছে বলে জানিয়েছেন ইউসিবি ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল।
গত ২৮ জানুয়ারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি)
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল ময়মনসিংহের রিসার্চ ও ডেভেলপমেন্ট
সেন্টারে ইউনাইটেড সিড আয়োজিত ইউনাইটেড ডে ২০২১ এ প্রধান
অতিথি হিসাবে অংশগ্রহণ করে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাভেদ ইকবাল, ইউনাইটেড সিডের চেয়ারম্যান মোঃ আবু তাহের, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউজ্জামান এবং কৃষি সংগঠক ও উপস্থাপক মাটি ও মানুষ- বিটিভি রেজাউল করিম সিদ্দিক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের
সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ
সম্পাদক এ.এইচ.এম মোতালেব সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ইউসিবি একটি সেবা ও তথ্য বুথ স্থাপনের মাধ্যমে সহজ ও ঝামেলাহীন কৃষি ঋণের বিষয়ে সকলকে অবগত করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply