Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়িতে প্রায় তিন কোটি টাকার স্বর্ণের বারসহ ১ রোহিঙ্গা গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে প্রায় তিন কোটি টাকার স্বর্ণের বারসহ ১ রোহিঙ্গা গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা উখিয়ার টিভি রিলে উপকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৪শ ৭০ ভরি ওজনের ৩৩ টি স্বর্ণের বার সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রোহিঙ্গা নাগরিকের নাম জয়নুল আবেদিন(৬৫)। সে তুমব্রুর জিরো পয়েন্টের আশ্রিত রোহিঙ্গা মৃত ফজর আহমদের ছেলে।
সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে তুমব্রু থেকে পায়ে হেঁটে আসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প মুখী এক রোহিঙ্গাকে আটক করে।
সূত্তর জানায়, গোপন সংবাদে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে আটক করে। এরপর তাকে তল্লাশি করে কোমরের লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪শ ৭০ ভরি, যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গ্রেফতারের পর রোহিঙ্গা নাগরিককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারী অফিসে জমা করার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply