Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে বন্যার পানিতে ভেসে ২ জনের মৃত্যু, পানি বন্দী শত পরিবার, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে বন্যার পানিতে ভেসে ২ জনের মৃত্যু, পানি বন্দী শত পরিবার, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: ২৭ জুলাই ২০২১ইং

ঘুমধুমে পানিতে ভেসে আরো ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ড়ের বড়ুয়া পাড়ার সড়কে এ ঘটনা ঘটে। ৬ নম্বর ওয়ার্ড়ের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন,তারা ৩ জন বন্যার দেখতে রাস্তায় বের হয়। এক পর্যায়ে তারা মুখোমুখি হয় সড়কের কোমর পাানির স্রোতের সাথে। সড়কের এ অংশ পার হতে শুরু করলে এতে একজন ছাড়া বাকী ২ জন পানির স্রোতেে ভেসে যায়। এর একজনের নাম আশীষ বড়ুয়স (১৭) প্রকাশ সুমন কর পিতা সুবাস বড়ুয়া। গ্রাম,শীল পাড়া,ঘুমধুম। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন পানিতে ডুবে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড চৌকিদার রঞ্জিত বড়ুয়া জানান,তার সাথে আবদুর রহিম (২৮) নামের এক রোহিঙ্গাও ভেসে গেছে। তার সন্ধান এখনও পাওয়া যায় নি। এদিকে ঘুমধুমের তুমব্রু’র কোনারপাড়া এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। ঢলের পানিতে তুমব্রু বাজারের কয়েকটি দোকানের মালামাল ক্ষতিসাধিত হয়। অপরদিকে তুমব্রু বাজারের ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমর সমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে পড়েছে। একদিকে লকডাউনে আয় নেই। এদিকে পাহাড়ি ঢলে মালামাল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। আর সড়ড়কে কয়েকটি স্থানের পাহাড় ধসের কারণে ঘুমধুম-তুমরু – নাইক্ষ্যংড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উল্লেখ্য-ঘুমধুমে গতকাল নদীতে ভাসমান অবস্থায় আব্দুর রহমান(৮) নামে এক শিশুকে উদ্ধার করেছিলেন থানা পুলিশ। সে হিসেবে গত ২ দিনে এটি সহ ঘুমধুমে ৩ জনের মৃত্যু হলো।

About Syed Enamul Huq

Leave a Reply