Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালীর হাতিয়ায় কোটি টাকার গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করেন কোস্টগার্ড

নোয়াখালীর হাতিয়ায় কোটি টাকার গলদা চিংড়ির রেনু পোনা উদ্ধার করেন কোস্টগার্ড

 নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আজমার খাল এলাকা থেকে প্রায় এক কোটি ৬০ লাখ গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করে তা নদীতে অবমুক্ত করেছে কোস্টগার্ড। এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫) দিবাগত রাতে খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট এ এস এম লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ২টায় হাতিয়ার আজমার খাল থেকে অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আজ সকাল ৭টায় তমরদ্দি কোস্টগার্ড পল্টুন থেকে মেঘনা নদীতে পুনরায় অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, এত পরিমাণ গলদা চিংড়ির রেণু পোনা এর আগে আর কখনো উদ্ধার করা যায়নি। নদীমাতৃক বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ড সব সময় সচেষ্ট রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply