Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী সুবর্ণচরে  মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী উপহার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী সুবর্ণচরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী উপহার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (০৬ জুলাই) বিকেলে উপজেলার ০৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে ০১নং ওয়ার্ডের প্রতিবন্ধী জসিম উদ্দিন (৩০) এর ভেঙ্গে পড়া ঘরটি সরেজমিনে গিয়ে নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান।
উপকারভোগী জসিম উদ্দিন প্রতিবন্ধী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া উপহার হিসেবে ঘর নির্মাণের তালিকায় আমার নামও লিপিবদ্ধ করেন উপজেলা প্রশাসন।
অদক্ষ ঠিকাদারের মাধ্যমে ঘর নির্মাণের কাজ করায় এই বেহালদশা হয়ে পড়ে। ঘর নির্মাণে পরিমান মতে সিমেন্ট, বালু ব্যবহার না করাই বর্ষার শুরুতে ঘরের পেছনের বেশকিছু অংশ ভেঙ্গে পড়ে। একপর্যায়ে এটি মেরামত করা হয়, ঠিক মেরামতের কিছুদিন পরেই ঘরের ভিবিন্ন অংশে আবার ফাটল ধরে।
উপকারভোগী জসিমের স্ত্রী রানু (২৪) জানান, আমার স্বামী একজন প্রতিবন্ধী, তিনি কোনো কাজ করতে পারেন না। ছোট একটি চায়ের দোকান করে কোনো রকমে সংসার চলে। ঘরে ছোট দুইটা ছেলে মেয়ে রয়েছে, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে খুব খুশি হয়েছিলাম কিন্তু এ ঘর নির্মাণে যেভাবে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং ঘরে যেভাবে ফাটল ধরেছে এতে এই ঘরে থাকা খুবই ঝুঁকিপূর্ণ।
তিনি আরো জানান, যদিও ঘরটি সরকারি ভাবে বরাদ্দ হয়েছে। কিন্তু ঠিকাদার ১৬ ব্যাগ সিমেন্ট লাগবে বলেছে। এর মধ্যে ১০ ব্যাগ ঠিকাদার ব্যবস্থা করবে বাকি ৬ ব্যাগ সিমেন্ট আমাদেরকে দিতে বলেছে। সিমেন্ট দিতে পারিনি বলে ঢিলেঢালা ভাবে কিছু কাজ করেছে বাকি কাজ বন্ধ রয়েছে। এছাড়াও ঘর নির্মাণের সেই তিন থেকে চার জন শ্রমিকদেরকের সকালের নাস্তা ও দুপুরের খানা’সহ টানা একমাস খাওয়াতে হয়েছে।
সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুর রহমান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পরিদর্শনকালে অভিযোগ পাওয়া ঘরগুলো ঠিকাদারের মাধ্যমে পূর্ণনির্মান করার আশ্বাস করেন। এবং যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply