Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রতীক বরাদ্দ পাওয়ায় জমজমাট নির্বাচনী প্রচার- প্রচারনায় সরগরম বরগুনার পৌর-জনপদ

প্রতীক বরাদ্দ পাওয়ায় জমজমাট নির্বাচনী প্রচার- প্রচারনায় সরগরম বরগুনার পৌর-জনপদ

বরগুনা প্রতিনিধিঃ প্রতীক বরাদ্দ পাওয়ায় জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারনায় সরগরম বরগুনার পৌর-জনপদ ।এ দিকে প্রতীক বরাদ্দ পেয়ে সকল প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা শুরু করে দিয়েছেন। জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানাগেছে, সোমবার (১১ জানুয়ারী ) তৃতীয় ধাপে বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে (৬ প্রার্থী) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. কামরুল আহসান (মহারাজ) দলীয় প্রতীক নৌকা , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এ্যাডভোকেট মো. আবদুল হালিম ধানের শীষ, জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল জলিল হাওলাদার লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা জালাল উদ্দিন হাতপাথা , স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত হোসেন জগ ও মহাসিনা মিতু হেলমেট প্রতীক বরাদ্দ পেয়েছেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১৪ প্রার্থী ) জেসমিন -চশমা , নাসরিন নাহার সুমি-অটোরিক্রাা , নিপা আক্তার -টেলিফোন , নুসরাত জাহান পলি-জবাফুল ,মমতাজ বেগম- আনারস, রোজিনা – বলপেন , আসমা আক্তার- আনারস, নাজমুন্নাহার বেবী- জবাফুল, রাহিমা-চশমা, ইয়াসমিন সুলতানা -আনারস, মনি দেবনাথ- টেলিফোন, হেপী আক্তার লিমা- চশমা, সামসুন্নাহার নাসরিন- অটোরিক্রাা , হোসনেয়ারা চম্পা – জবাফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে (৩৩ প্রার্থী) মো. আকতারউজ্জামান- পাঞ্জাবি, মো তারিকুজ্জামান তালুকদার-উটপাখি, মো. মইনুল হাসান লিটন-টেবিল ল্যাম্প, মো. রুহুল আমিন- পনির বোতল, বাবুল চন্দ্র দাস- পনির বোতল, মো. আবু ছালেহ- পাঞ্জাবি, মো. সাইদুর রহমান সজীব- উটপাখি, মো. আল-আমিন- পনির বোতল, মো. মিজানুর রহমান খোকন- উটপাখি, গৌরঙ্গ সিকদার- ডালিম, মো. আকতারুজ্জামান লিমন– পনির বোতল, মো. রমিজ উদ্দিন মোল্লা- উটপাখি, মো. শহিদুল ইসলাম-টেবিল ল্যাম্প, মো. মাহমুদুল বারী- পাঞ্জাবি, মো. আব্বাস উদ্দিন-টেবিল ল্যাম্প, মো. জাহিদুল করিম বাবু- পনির বোতল, মনিরুজ্জামান জামাল- উটপাখি, মো. সাইফুল হক শামীম- ডালিম, , মো. কবিরুর রহমান- পাঞ্জাবি, মো. তৌহিদ মোল্লা- পনির বোতল, মোশারফ হোসেন খান- পনির বোতল, , আকবর হোসেন প্রিন্স- উটপাখি, মো.জাফর ইকবাল-টেবিল ল্যাম্প, মনিরুজ্জামান- ডালিম, রইসুল আলম রিপন- পাঞ্জাবি, মীর আরাফাত জামান তুষার-টেবিল ল্যাম্প, মো. আতাউর রহমান-পনির বোতল, মো. জাকির হোসেন- উটপাখি, মো.হুমায়ুন কবির- ডালিম, সুকদেব বিশ্বাস- পাঞ্জাবি, ফেরদৌসী বেগম- ডালিম, , মো. ফারুক সিকদার- উটপাখি, মো. মমিনুল ইসলাম মাসুদ- পনির বোতল, উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারী বরগুনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনের এরপূর্বে ৩১ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র তোলা ও দাখিলের শেষ দিন। প্রার্থীতা বাছাই ৩ জানুয়ারী , প্রত্যাহার ১০ জানুয়ারী ও ১১ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply