Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ফরিদপুরের চর বাগাট এলাকার ব্রীজটি এখন মরণ ফাঁদ

ফরিদপুরের চর বাগাট এলাকার ব্রীজটি এখন মরণ ফাঁদ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীর বাগাট-নওপাড়া প্রধান সড়কের চর বাগাট নামক এলাকার একটি ব্রীজের আংশিক ভেঙ্গে এখন মরণ ফাঁদে রুপ নিয়েছে। এছাড়া যান চলাচলের অনুপযোগী রয়েছে দীর্ঘদিন। ফলে ভোগান্তি এ রাস্তায় চলাচলকারীরা। স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট বিভাগের কেউ এগিয়ে আসেনি ব্রীজটি সংস্কার বা যানচলাচলের উপযোগী করতে।

সোমবার সকালে গিয়ে দেখা যায়, বাগাট-নওপাড়া রাস্তায় একটি ব্রীজের আংশিক ভেঙ্গে আছে। পাঁশ দিয়ে জনসাধারনণপায়ে বা বাইসাইকেল, মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারলেও ট্রাক, মাইক্রোবাস,অটো বা চার চাকার কোন যানবাহন চলাচল করতে পারছে না। চার চাকার যানবাহন নিয়ে বাগাট হতে নওপাড়া যেতে হলে মাঝিবাড়ি-শিতারামপুর হয়ে বা মধুখালী পৌরসভার নওপাড়া মোড় হতে আমডাঙ্গা হয়ে প্রায় ১০ কিরোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।

এলাকার শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, ব্রীজটি ভাঙ্গা থাকায় জনগণের সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন বলেন, ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদে জানানো হয়েছে।

মধুখালী উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। পাস হলেই কার্যক্রম শুরু হবে। মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জানান, আমি ভাঙ্গা ব্রীজটি দেখেছি। জনসাধারণের কষ্ট লাঘবে খুব শ্রীঘ্রই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply