Tuesday , 16 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, মহেশখালী পৌর আওয়ামী লীগের সমাবেশে এমপি আশেক

বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত, মহেশখালী পৌর আওয়ামী লীগের সমাবেশে এমপি আশেক

  কক্সবাজার প্রতিনিধি :
 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্ট্রনায়ক,জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এম,পি কে নিয়ে বিএনপি -জামাত কর্তৃক কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনায় মহেশখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন- বিএনপির ‘পঁচাত্তরের হাতিয়ার’ শ্লোগানই প্রমাণ করে বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়া জড়িত।
মহেশখালী পৌর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বের বক্তব্যে মহেশখালী পৌর আওয়ামী লীগের বিপ্লবী আহবায়ক আলহাজ্ব মকছুদ মিয়া বলেন- ‘বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও অছাত্রদের সমাবেশ ঘটিয়ে ‘পঁচাত্তরের হাতিয়ার’ শ্লোগান দিয়ে প্রমাণ করেছে যে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকান্ড জিয়াউর রহমান ঘটিয়েছে এবং বিএনপি সেটি স্বীকার করে নিয়েছে।
মহেশখালী পৌর আওয়ামী লীগের  উদ্যোগে মাননীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৪ জুন শনিবার দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সেখানে মৌলভী আনছারুল করিমের পবিত্র কোরআন তেলওয়াত ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলার বাবু প্রণব কুমার  এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য,মহেশখালী পৌর আওয়ামী লীগের বিপ্লবী আহবায়ক মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার  সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়া আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী,সহসভাপতি ফরিদুল আলম,মংরিফ্রু, নুরুল আলম,যুগ্ন-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন,বজ্রগোপাল,মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ,বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম,ক্রিড়া সম্পাদক নবীর হোসেন ভুট্টো, উপ-প্রচার সম্পাদক এহসানুল করিম,উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান,শ্রম বিষয়ক সম্পাদক ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম,বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন,ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম।
উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী মহেশখালী পৌরসভার সাবেক কাউন্সিলার প্রতীকণা শর্মা,মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম,যুগ্ন-আহবায়ক সেলিম উল্লাহ সেলিম,মহেশখালী পৌর যুবলীগের আহবায়ক মোহাম্মদ মামুন,
কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক সরওয়ার আলম,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন,উপজেলা ছাত্র লীগের আহবায়ক হালিমুর রশিদ যুগ্ন আহবায়ক বাবু,পৌর ছাত্র লীগের আহবায়ক হাসান মোরশেদ।
উপস্থিত ছিলেন-মহেমখালী উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্র লীগ,শ্রমিক লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply