Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল- আ.লীগ

বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল- আ.লীগ

অনলাইন ডেস্ক:

নিরপেক্ষ নির্বাচনসহ কয়েকটি দাবিতে বিএনপি দীর্ঘদিন পর রাজনীতির মাঠে নেমে পড়ায় বিচলিত নন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের নীতিনির্ধারকরা। তাঁরা বলছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তারা লক্ষ্যহীনভাবে ছোটাছুটি করছে। এতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ তাদের (বিএনপিসহ তাদের মিত্রদের) রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে।

অন্যদিকে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ব্যথিত ক্ষমতাসীন দলটির নীতিনির্ধারকরা। তবে তাঁরা বলছেন, এই মৃত্যুটি স্বাভাবিক। কিন্তু এই ঘটনাকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল যেভাবে নিতে চায়, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিদেশি কূটনীতিকদের উদ্বেগ প্রকাশের পর বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে আরো তদন্ত হবে। এ জন্য কেউ দায়ী হলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সোমবার বলেন, দেশের জনগণ ভোট দেবে না জেনেই বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিএনপি আমলে তারা একটিও উন্নয়নের সফলতা দেখাতে পারেনি। তাই তাদের রাজনীতিতে এখন খরা লেগেছে। দেশের বিভিন্ন চলমান প্রকল্প আজ দৃশ্যমান, তাই দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে প্রমাণ করেছে যে তারা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের পক্ষে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি করা বত্তৃদ্ধতায় এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান গতকাল বলেন, ‘বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। তারা যে ইস্যুতে হাঁকডাক করছে, তার কোনো ভিত্তি নেই। তারা লক্ষ্যহীনভাবে ছোটাছুটি করছে। সারা দেশে পৌর নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিএনপির এই ছোটাছুটি বা হাঁকডাকে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আওয়ামী লীগ রাজনৈতিক বিষয়গুলো সব সময় রাজনৈতিকভাবেই মোকাবেলা করেছে। এসবও করবে।’

তিনি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে বলেন, ‘এ ধরনের মৃত্যুতে আমরাও ব্যথিত। কিন্তু এই মৃত্যুর বিষয়টি তারা (আন্দোলনরত সংগঠন) যেভাবে নিতে চায়, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সরকার উদাসীন নয়, এই মৃত্যুর বিষয় খতিয়ে দেখছে। কেউ দায়ী হলে অবশ্যই তার শাস্তি হবে। এ থেকে পার পাওয়ার সুযোগ নেই।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল বলেন, ‘জেলখানার ভেতরে মৃত্যুর বিষয়ে আমরা বিদেশি কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান পরিষ্কার করেছি। বলেছি, এই মৃত্যুটি স্বাভাবিক। কিন্তু এটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে সরকারকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কথা বলেছেন। আমরাও বিদেশি কূটনীতিকদের বলেছি, যদি প্রয়োজন হয় আরো তদন্ত হবে। যদি কেউ দায়ী থাকে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন,    “জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সনদ ‘কনভেনশন এগেইনস্ট টর্চার’-এ বাংলাদেশ স্বাক্ষর করেছে। ২০১৯ সালে জেনেভায় এ বিষয়ে জাতিসংঘের এক বৈঠকে আমরা বাংলাদেশের মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করি। সেখানে আইনমন্ত্রীসহ আমি নিজে উপস্থিত ছিলাম। আমরা কমিটমেন্ট করি, কোনো আইনের প্রয়োগ করতে গিয়ে কেউ যাতে হেনস্তা না হয়। আমরা সেই কমিটমেন্ট রক্ষা করে চলেছি।”

About Syed Enamul Huq

Leave a Reply