Thursday , 18 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিনে আগুন

বিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিনে আগুন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছোট শাখা যমুনা নদী থেকে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালানোর সময় পালিয়ে যান বালু ব্যবসায়ীরা। পরে ইউএনও পুলিশের সহায়তায় ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ছোট শাখা যমুনা নদীতে লিজ না নিয়েই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল ওই স্থানে। এমন সংবাদে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। পরে সেখানে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয় এবং বালু উত্তোলনের জন্য পাইপগুলো ভেঙে ফেলা হয়।বেশ কিছুদিন ধরে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর ঘাটে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলোন করে আসছিল একটি চক্র। এলাকাবাসীর অভিযোগে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

About Syed Enamul Huq

Leave a Reply