Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়া করোনার ইউনিটে আরও দুইজনের মৃত্যু
--Symbolic picture

ব্রাহ্মণবাড়িয়া করোনার ইউনিটে আরও দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টার বা করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) ভোর ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মৃত দুইজন হলেন, সদর উপজেলার ৫৫ বছর বয়সী একজন পুরুষ ও সরাইল উপজেলার ৮২ বছর বয়সী একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৭ জনে দঁড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া করোনা আইসোলেশন ইউনিটের সমন্বয়ক ডা. মো. এনামুল হাসান জানান, মৃত দুজন গত ২৫ ও ২৮ জুলাই আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। ভোর রাতে ও আজকে সকালে এই দুইজন মারা যায়। বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭৩২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।যার মধ্যে ৪৪৬১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৯৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply