Tuesday , 16 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বড়পীরের মাজারে শোভা পাচ্ছে বাংলাদেশের উপহারের গিলাফ
--সংগৃহীত ছবি

বড়পীরের মাজারে শোভা পাচ্ছে বাংলাদেশের উপহারের গিলাফ

অনলাইন ডেস্ক:

ইরাকের বাগদাদে বড়পীর হজরত শেখ আব্দুল কাদের জিলানী (রহ.)-এর পবিত্র মাজার শরিফে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ শনিবার একটি দৃষ্টিনন্দন গিলাফ স্থাপন করেছেন রাষ্ট্রদূত মো. ফজলুল বারী।

কারুকার্য খচিত এ গিলাফটি মাজার কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মাজার কর্তৃপক্ষের প্রধান মুতাওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল জিলানীসহ অন্য কর্মকর্তাবৃন্দ। মাজার কর্তৃপক্ষ সুদৃশ্য গিলাফটি উপহার হিসেবে প্রদান করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায়।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে বড়পীরের প্রতি শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে দেওয়া এ উপহার স্থাপন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

হজরত শেখ আব্দুল কাদের জিলানী হলেন একজন মুসলিম ধর্মপ্রচারক, তপস্বী, মরমি, আইনজ্ঞ এবং ধর্মতত্ত্ববিদ। তিনি ইসলাম ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। বাংলাদেশসহ মুসলিম বিশ্বে তার অসংখ্য ভক্ত রয়েছে। তিনি ইসলামের ইতিহাসে অন্যতম বিখ্যাত সুফি প্রচারক হিসেবেও সুবিদিত।

About Syed Enamul Huq

Leave a Reply