Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভুটানে বন্যা : নিহত ১০, নিখোঁজ ৭
--সংগৃহীত ছবি

ভুটানে বন্যা : নিহত ১০, নিখোঁজ ৭

অনলাইন ডেস্ক:

ভুটানের পাহাড়ি অঞ্চলে বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী থিম্পু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লায়া এলাকার এই বন্যায় আজ বুধবার পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছেন সাতজন। জানা গেছে, বন্যা কবলিত ওই এলাকার গ্রামবাসী সেখানে অবস্থান নিয়ে পাহাড় থেকে ওষুধের জন্য ব্যবহৃত ফাঙ্গাস করডিসেপস সংগ্রহ করতো। মধ্যরাতের পর হঠাৎ করে ঢল নামলে তাদের থাকার জায়গা তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা বন্যার ঢল মানুষগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে।

বন্যার ওই দুর্গম এলাকার সবচেয়ে কাছের সড়ক থেকে ঘটনাস্থলে পৌঁছতে ১১ ঘণ্টা হেঁটে যেতে হয়। এরই মধ্যে দুটি হেলিকপ্টারে উদ্ধারকারী পৌঁছেছে। এ ঘটনায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এক বিবৃতিতে শোক জানিয়েছেন। 

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বিবৃতিতে বলেন, ‘উঁচুভূমিতে করডিসেপস সংগ্রহকারী এক দল মানুষের সঙ্গে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তাতে আজ আমাদের হৃদয় লায়ার মানুষদের সঙ্গে রয়েছে।’ স্থানীয় সংবাদপত্র দ্য ভুটানিজ বলেছে, ‘ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা ঢল মানুষগুলিকে ভাসিয়ে নিয়ে গেছে।’

সূত্র: রয়টার্স।

About Syed Enamul Huq

Leave a Reply