Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধুখালীতে স্বেচ্ছাশ্রমে নদীর কচুরিপানা অপসারন

মধুখালীতে স্বেচ্ছাশ্রমে নদীর কচুরিপানা অপসারন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-

ফরিদপুরের মধুখালীতে চন্দনা নদীর উপর স্টীলের তৈরী একটি ব্রিজ। দৈর্ঘ ১শত ৫০ ফুট। বেশকিছিুদন ধরে দুরদুরান্ত থেকে পানির স্রোতে ছুটে আসা কচুরিপানা ব্রিজের পিলারে জমতে জমতে এমন অবস্থা হয়েছে যা থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। প্রায় ৩শত গজ ধরে জমা কচুরিপানা শুধু র্দর্গন্ধ ছড়াচ্ছে তা নয়, পিলারগুলোকেও চাপে রেখেছে। এ দেখে এলাকার কতিপয় যুবক কচুরিপানাগুলোকে অপসারনের উদ্যোগ নিয়ে তাতে সফল হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মধুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলার জনসাধারনের মধ্যে সেতু বন্ধন তৈরী করেছে মধুখালী উপজেলার মেগচামী বাজার এলাকায় স্টীলের তৈরী ব্রিজটি । বিকাল হলেই দু পাশে বসে আড্ডা আর সময় কাটানোর অভিনব পদ্বতি। এ সময় দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা দূর্গন্ধ ছড়ায় সেখানে বসায় কষ্টকর। এ থেকে পরিত্রান পেতে মধুখালী উপজেলার মেগচামী গ্রামের মানিক বিশ্বাস ও বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের পবন শেখ, সোহাগ, সুজন ৮/১০ জনের একটি টিম নিয়ে নেমে পড়ে চন্দনা নদীর পানিতে।

বুধবার সকালে ঘটনাস্থলে দেখা যায় টিমটি কচুরিপানা অপসারন করতে লাগামহীন কষ্ট করছে। বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ৩শ গজ ধরে জমা কচুরিপানা অপসারন করতে সক্ষম হয়।

পবন শেখ বলেন, জনগণের সুবিধা এবং বিকালে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য এখানে আসা লোকজনের জন্য কচুরিপানা অপসারন করতে স্বেচ্ছায় নেমেছিলাম। এখন ভালো লাগছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম জানান, পবন এর নেতৃত্বে কচুরিপানা অপসারন কাজটি প্রশংসা কুড়িয়েছে। নিঃসন্দেহে উদ্যোগটি প্রসংশার দাবীদার।

About Syed Enamul Huq

Leave a Reply