Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মাদারীপুরে ধর্ষনের বিচার দাবীতে মানববন্ধন

মাদারীপুরে ধর্ষনের বিচার দাবীতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ধর্ষকের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ধর্ষিতার স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার হাতে এলাকার প্রায় ৩০০ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে  জেলা প্রশাসকের কাছে বিচারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। মামলার এজাহার ও স্থানীয়দের সূত্র জানায়, ধর্ষনের স্বীকার গৃহবধু মাদারীপুর  সদর  থানার পূর্ব রাস্তি গ্রামের এক মুক্তিযোদ্ধার মেয়ে। ভুক্তভোগীর  ভাষ্যমতে আসামী ফয়সাল আহম্মেদ  মিঠু হাওলাদার মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক (৩১) ও তার সহযোগী  ফয়সাল হাওলাদার (২৩) মাঝে মধ্যেই গৃহবধুকে কে উত্যক্ত ও  কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ২৭ নভেম্বর আনুমানিক সকাল ১০ টার দিকে ভুক্তভোগীর স্বামীর অনুপস্থিতিতে আসামীরা গৃহবধুর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে হাত পা বেধে ধর্ষনের চেষ্টা করে, এ সময়  গৃহবধুর আত্ম চিৎকারে পাশ্বর্বতী লোকজন এগিয়ে আসলে, আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষনের চেষ্টার ঘটনায় ১ই নভেম্বর  মাদারীপুর সদর মডেল থানায় ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদার ও  ফয়সাল হাওলাদারকে আসামি করে ধারা-৩২৫/৫০৬ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধু। কিন্তু  মামলার পরেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন ধর্ষিতার স্বজন ও এলাকাবাসী। ধর্ষনের স্বীকার গৃহবধুর ভাই বলেন ধর্ষক মিঠু হাওলাদার ও ফয়সাল হাওলাদার প্রভাবশালী হওয়ার আমাদের হুমকি ধামকি দিয়েই চলেছে। আমরা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি। এলাকাবাসীর ভাষ্যমতে ফয়সাল আহম্মেদ  মিঠু হাওলাদার ও ফয়সাল হাওলাদার বিগত দিনেও এলাকায় অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকান্ড সহ অবৈধ ড্রেজার ব্যবসা চালিয়ে এসেছিলো, ক্ষমতায় দাপট দেখিয়ে এখন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

About Syed Enamul Huq

Leave a Reply