Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জের সিংগাইরে অটো বিক্সার লোভে খুন, খুনি অটোরিক্সাসহ আটক

মানিকগঞ্জের সিংগাইরে অটো বিক্সার লোভে খুন, খুনি অটোরিক্সাসহ আটক

 মানিকগঞ্জ সংবাদাতা:
মানিকগঞ্জে অটোরিকশা’র লোভে বন্ধুত্ব, অতঃপর খুন,ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফরিদ মিয়া (৩৩) নামের এক যুবক। একটি অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে বন্ধুত্ব করেন সাভারের সবুজবাগ এলাকার এলাকার ভাড়াটিয়া মাসুদ শেখের সঙ্গে। এরপর কৌশলে মাসুদ শেখের অটোরিকশা ছিনতাই করেন ফরিদ। ছিনতাই কাজে বাঁধা দিলে মাসুদকে খুন করে মরদেহটি ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ফরিদ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় প্রেস ব্রিফিংয়ের র‌্যাব ৪ এর  অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, মাসুম শেখ বয়স ২৭ বছর বাড়ি রাজবাড়ী যোগা। মাসুদ শেখের বাবা জীবিকার প্রয়োজনে প্রায় ২৬ বছর পূর্বে ঢাকা জেলার সাভারের সবুজবাগ এলাকায় আগমন করে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। মাসুদ পেশায় অটোরিকশা চালক। সে সাভারসম্ভ সিংগাইর ও ধামরাই এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
গত ১২ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ৪.৩০ ঘটিকার দিকে অটোরিকশা নিয়ে বাসা হতে বের হয়ে রাত ১১.৩০ ঘটিকা পর্যন্ত বাসা ফেরেনি এবং তার মোবাইল বন্ধ পাওয়ায় তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ মজনু মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই নিখোঁজের খবর প্রচার করেন এবং ৩ অক্টোবর ২০২১ তারিখে সাভার মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ৫ অক্টোবর ২০২১ তারিখে ফেইসবুকের মাধ্যমে জনৈক সাংবাদিকের মারফত জানতে পারেন একটি অজ্ঞাত লাশ মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন দাশেরহাটি গ্রামে পাওয়া

গিয়েছে। তাৎক্ষনাৎ ভিকটিমের ভাই ও ত পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি মাসুদ শেখের বলে শনাক্ত করে।
ওদিনেই তার ভাই মজনু মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
বিষয়টি মিডিয়াতে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‌্যাব ৪ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি পূর্বক ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গত ৬ অক্টোবর ২০২১ তারিখ সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও সংশ্লিষ্টতায় মূলহত্যাকারী মোঃ ফরিদকে (৩৩) গ্রেপ্তার করা হয়। হত্যাকারীর দেয়া তথ্যের ভিত্তিতে জনৈক আলমাস হোসেন এর অটোপার্সের দোকান হতে ভিকটিমের ছিনতাইকৃত অটোরিক্সা, আসামির বাসা হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত গামছা ও ছুরি সিংগাইরের গোবিন্দল গ্রামের তালপটি ব্রিজের নীচ থেকে উদ্ধার করা হয়।
আসামি ফরিদকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ফরিদ (৩৩) জানায় তার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায়। তার নিজের কোন অটোরিকশা না থাকায় অন্যের অটোরিকশা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে নিজে একটি অটোরিকশার মালিক হওয়ার উদ্দেশ্যে মাসুদের অটোরিকশাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। এই উদ্দেশ্যে মাসুদের সাথে প্রথমে বন্ধুত্ব স্থাপন করে, পরবর্তীতে গত ০২ অক্টোবর ২০২১ তারিখে মাসুদের অটোরিকশা ভাড়া করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে মানিকগঞ্জের সিংগাইর থানাধীন দাশেরহাটি আলমমারা ব্রিজ সংলগ্ন এলাকার নির্জন স্থানে কৌশলে নিয়ে সুযোগ বুকে গলায় গামছা পেচিয়ে, ছুরি দিয়ে গলায় উপর্যপুরি আঘাত করে হত্যা করে।
মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুই হাতের আঙ্গুল কেটে বিভিন্ন যায়গায় ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে গিয়ে খরার চর বাজারস্থ আলমাস হোসেনের গ্যারেজে নিয়ে ১৫,০০০/- টাকার বিনিময়ে আটোরিক্সার রং, বডি ও মডেল পরিবর্তন করার জন্য রেখে যায় এবং পরবর্তীতে ঘটনাস্থল হতে ২ কিঃমিঃ দূরে গোবিন্দা গ্রামের তালপটি জামে মসজিদের পাশে তালগটি ব্রিজের নিচ হতে হত্যার কাজে ব্যবহৃত চুরি ও গামছা ফেলে দিয়ে সে আত্মগোপনে চলে যায়।

About Syed Enamul Huq

Leave a Reply