Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অবশেষে মোহনগঞ্জ হাসপাতাল প্রশাসন সরকারি- সময়ে আউটডোর খোলা ও বন্ধের সিদ্বান্ত

অবশেষে মোহনগঞ্জ হাসপাতাল প্রশাসন সরকারি- সময়ে আউটডোর খোলা ও বন্ধের সিদ্বান্ত

মোহনগঞ্জ ( নেত্রকানা)  সংবাদদাতা:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বড় কর্মকর্তা বিনা ছুটিতে ময়মনসিংহে অবস্থান ও আউটডোরে ডাক্তাররা ইচ্ছামত আসা- যাওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ে অবহিত করলে আজ এক বিশেষ সভায় আগামীকাল হতে সরকারি- নিয়ম অনুযায়ী কর্মকর্তা কর্মচারী আসা- যাওয়ার সিন্ধান্ত হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, আজ  ৫ জুলাই   মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলম বলেন, হাসপাতালের সেবা , দায়িত্ব পালন নিয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাই আগামীকাল হতে যথা সময়ে হাসপাতালে আগমন ও ত্যাগ করতে হবে। হাসপাতাল প্রাইভেট রোগী, প্রাইভেট রোগীর রিপোর্ট দেখা যাবে না।হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলম ছুটি ছাড়া মাসে ৫/৬ বার ময়মনসিংহে চলে যান। ফলে ডাক্তাররা সকাল ৮টা স্থলে ৯/১০ টায় আউটডোরে যান। টিকেটের রোগীর ফাঁকে ফাঁকে সকালের দেয়া রিপোর্ট সহ প্রাইভেট রোগী দেখে ১ টার পর চলে যান। ডাক্তার হাসপাতাল কক্ষ থেকে যাওয়ার সময় MR, দালাল, রোগীসহ আত্বীয় স্বজনের বহর নিয়ে রওনা দেন। মনে হয় কোন নেতা যাচ্ছেন। স্বাস্থ্য প্রশাসকের যথাযথ তদারকি না থাকায় সেবা নিয়ে অবহেলা অনিয়মের সংবাদ পেপারে প্রকাশ পাওয়ায় ডিজি অফিস হতে মোবাইলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকবার উনার নম্বরে। ডাঃ জান্নাতুন নেচ্ছা ( চাঁদনী)  এক রোগীর সার্টিফিকেট থানায়  দেয়ার পর ডাক্তার স্বশরীরে থানায় দৌ্ড়ঝাপ এর সংবাদ সর্বত্রই প্রকাশ পাওয়ায়  গত শনিবার হাসপাতালে যান। জানা যায়, ম্যাডাম ৩ দিনের ছুটিতে। ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলমকে মোবাইল করলে তিনি বলেন, আমি ময়মনসিংহে আছি সোমবারে আসলে দেখা হবে। গত রোববার দুপুর ১২ টায় হাসপাতালে গিয়ে নিশ্চিত হলাম তিনি ছুটি ছাড়া মোহনগঞ্জ হাসপাতাল ত্যাগ করেছেন। বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করি। ১ টার পর RMO ছাড়া সবাই আউটডোর ত্যাগ করার বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হয়।  দেড়টার পর মোবাইলে ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলমের বিষয়টি জানতে চাইলে সিভিল সার্জন বলেন হাসপাতালেই আছেন। আমি চ্যালেঞ্জ করে বলি মিথ্যা কথা। তিনি আপনার মোবাইল পেয়ে ময়মনসিংহ থেকে আসছেন। এখন রাস্তায় আছেন আর আমি হাসপাতাল গেইটে আছি। অবশেশে ২ টার পর বসুন্ধরা মোড়ে দেখতে পেলাম মোহনগঞ্জ হাসপাতালের এম্বুলেন্সের সামনের সিটে বসা। আড়াইটায় ড্রাইবার সাহাব উদ্দীনকে কল করলে বলেন, বড় স্যারকে ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি। হেডক্লার্ক মোঃ খোরশেদ আলম এর কাছ থেকে জানতে চাইলে বলেন, স্যার ২ টার পর আমাদের এম্বুলেন্সে এসেছেন। তবে দেখা হয়নি। বিকালে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ শাহ আলম মহোদয়কে সাম্প্রতিক সময়ের ঘটনা সহ রোববারে সঠিক চিত্র মোবাইলে অবহিত করা হয়। তিনি চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর ফলে সোমবার এক বিশেষ সভায় সরকারি- নিয়মে দায়িত্ব নিজ দায়িত্ব পালনের সিদ্বান্ত হয়। আজ মঙ্গলবার (৬ জুলাই)  হতে সরকারি নিয়মে আউটডোর খোলা ও বন্ধ হবে। 

About Syed Enamul Huq

Leave a Reply