Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
যুগ পেড়িয়ে গেলেও হয়নি রাস্তা নির্মাণ ! কুষ্টিয়ায় সেতু আছে রাস্তা নাই !!

যুগ পেড়িয়ে গেলেও হয়নি রাস্তা নির্মাণ ! কুষ্টিয়ায় সেতু আছে রাস্তা নাই !!

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালী নদীর উপর  সেতুটি নির্মাণের ১ যুগ পেড়িয়ে গেলেও সুবিধা ভোগ করতে পারেনি এলাকার মানুষ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ যেন দিনে দিনে বেড়েই চলেছে। কালী নদীর উপর নির্মিত এই সেতুটি বাগুলাট ইউনিয়ন ভবন অফিসের সামনেই । এই গ্রামের মানুষের প্রায় ৫ কিলোমিটার ঘুরে আসতে হয় ইউনিয়ন পরিষদ অফিসে সেবা নিতে। অথচ সেতুর দু”পাশে রাস্তা হলে কয়েক মিনিটের মধ্যেই নাগরিক সেবা গ্রহণ করতে পারবে। এছাড়াও কুমারখালী শহরের সাথে যোগাযোগ সময় অনেকটাই‌ কমে যাবে। সাবেক এমপি বেগম সুলতানা তরুণ’র সময়ে সেতুটি নির্মাণ করা হয়।এর পর এই এলাকার সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি নির্বাচিত হন। তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করলেও এই রাস্তাটি নির্মাণ করতে পারেননি।বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দারা বর্তমান এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ’ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

About Syed Enamul Huq

Leave a Reply