Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রায়পুরে ২নং উঃচরবংশী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম

রায়পুরে ২নং উঃচরবংশী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম

লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি:
পুলিশকে গণমুখী ও জনবান্ধব করার জন্য লক্ষ্মীপুরের রায়পুরে ২ নং উত্তর চরবংশী ইউনিয়নে (সোমবার ১৭ আগস্ট) পুলিশ সদস্যদের নিয়ে চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।প্রতিটা ওয়ার্ড ও ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। তাই লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষ্যে রায়পুর থানার ২ নং উত্তর চরবংশি ইউনিয়ন সহ বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয় স্থাপন এবং উক্ত বিট পুলিশিং কার্যালয়ে জন প্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বসাধারনের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা এলাকার প্রতিটি বিটে আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে বিট পুলিশিং কার্যক্রমে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন অফিসার ইনচার্জ মহোদয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়। পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী ও চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখের নির্দেশনা অনুযায়ী পৌরসভায় এবং বামনী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়। এতে প্রত্যন্ত এলাকাতে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বসে আলোচনা করে পুলিশের সেবা গতিশীল করা। এত করে গ্রাম্য দালালচক্র ও অপরাধীদের দৌরাত্ম্য যেন বৃদ্ধি না পায়। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, প্রথমে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্যারের নির্দেশনা অনুযায়ী বিট কর্মকর্তা, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও তাদের আইন-শৃঙ্খলাজনিত সমস্যা সমাধানসহ নির্ধারিত দায়িত্বগুলো পালন করে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল রাখবো। এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, ২ নং উত্তর চরবংশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার, সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান খাঁন সহ ইউপি সদস্য বৃন্দ ও আরো অনেকে। এবিষয়ে সহযোগিতার জন্য উত্তর চরবংশি ইউনিয়ন চেয়ারম্যান, সহ সকল জনপ্রতিনিধিরা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষ করা হয়েছে ।

About Syed Enamul Huq

Leave a Reply