Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করলেন এসপি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম সেবা। ‘বিট পুলিশিং সফল করি-অপরাধমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর চর আবাবিলে ১১তম এ কার্যালয়টি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,  পুলিশ বাহিনী নয়, পুলিশ সার্ভিস হিসেবে কাজ করতে চাই। পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। মেঘনা উপকূলীয় অঞ্চলের বাড়তি নিরাপত্তা, জলদস্যু রোধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা বিএসসি। বক্তব্য রাখেন, রায়পুর ও রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক, রায়পুর থানার ওসি আবদুল জলিল, হায়দরগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মোঃ জাহাঙ্গির, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম মিন্টু, ব্যবসায়ী মাইনুদ্দিন মোল্লা, কৌশিক আহাম্মেদ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল।

About Syed Enamul Huq

Leave a Reply