Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫ নতুন অফিস উদ্ধোধন

রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫ নতুন অফিস উদ্ধোধন

উখিয়া,কক্সবাজার, প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৫টি নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় এসব অফিস উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।

উদ্বোধন শেষে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পক্ষ থেকে পানি সরবরাহ, স্যানিটেশন,পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং ও পরিচালনার জন্য ক্যাম্প-২ ডাব্লিউ, ক্যাম্প-৪ এক্সটেনশন, ক্যাম্প-২০,ক্যাম্প-১৫ ও ক্যাম্প-২২ এ নতুন অফিস উদ্বোধন করা হয়। ক্যাম্পের এসব নতুন অফিসে বৃক্ষরোপণ করা হয়। রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গৃহীত উদ্যোগ বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বদ্ধপরিকর বলে জানান তিনি।

উদ্বোধনের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইএপি প্রকল্প পরিচালক আব্দুল হালিম,ইএমসিআরপি প্রকল্প পরিচালক আব্দুল কায়ুই,কক্সবাজার জেলা নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী,উখিয়া উপজেলা প্রকৌশলী আল-আমিন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply