Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শিক্ষার্থীদের সুবিধায় জবি-নগদ চুক্তি

শিক্ষার্থীদের সুবিধায় জবি-নগদ চুক্তি

জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধার জন্য বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর সাথে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বেতন, পরীক্ষার ফিসহ অন্যান্য পরিশোধযোগ্য ফি নগদ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং নগদ লিমিটেডের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার রাহেল আহমেদ উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী নাসির উদ্দিন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নগদ লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্যই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা কম খরচে ‘নগদ’ এর মাধ্যমে বিভিন্ন ফি জমা দিতে পারবে।

উল্লেখ্য, এ চুক্তির ফলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২০-২১) ফি নগদ এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

About Syed Enamul Huq

Leave a Reply