Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর, ২য় মৃত্যুবার্ষিকী

শোকাবহ অক্টোবর, ২য় মৃত্যুবার্ষিকী

দৈনিক সকালবেলার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সৈয়দ এনামুল হক ছিলেন সাংবাদিক গড়ার একজন সুদক্ষ কারিগর। সকালবেলার এই শোকের মাসে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। তাঁর সততা ছিল অতুলনীয় ও অনুকরণীয়। অত্যন্ত ভদ্র, মার্জিত সহজ-সরল একজন সাদা মনের মানুষ ছিলেন তিনি। মাত্র ৬৪ বৎসর বয়সে আমরা হারিয়েছি এই মহান ব্যক্তিত্বকে। তাৎক্ষনিক সংবাদ লেখা ও সম্পাদনার ক্ষেত্রে তাঁর সমতুল্য ও সমকক্ষ বর্তমানে খোঁজে পাওয়া খুবই দুষ্কর। তরুণ-নবীন সাংবাদিকদের তিনি খুবই ভালোবাসতেন এবং উৎসাহ যোগাতেন। তাঁর এই অকাল প্রয়াণ শুধুমাত্র দৈনিক সকালবেলা পরিবার নয় দেশ ও জাতিকে ও ক্ষতিগ্রস্থ করেছে। সংবাদপত্র জগতের এই কিংবদন্তী উজ্জ্বল নক্ষত্র জনাব সৈয়দ এনামুল হক একজন লড়াকু সৈনিক, আপোষহীন সাংবাদিক নেতা (মহাসচিব, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ) ছিলেন। দেশের যে কোন ক্রান্তিলগ্নে সামনের সারিতে থেকে পথ দেখিয়েছেন জাতি এবং গণমাধ্যমকে। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন নির্ভরযোগ্য অভিভাবক এবং মহান আদর্শবান ব্যক্তি। স্বপ্নদ্রষ্টা সৈয়দ এনামুল হক ৯০ এর দশকে ইংল্যান্ডে থাকাকালীন ইইঈ তে কাজ করার সময় স্বপ্ন দেখেছিলেন দেশে ফিরে একটি সংবাদপত্র প্রকাশ করবেন এবং করেছিলেনও তাই। এভাবেই ১৯৯৭ সালে আত্মপ্রকাশ ও যাত্রা শুরু করে দৈনিক সকালবেলা। তারপর অবিরাম এগিয়ে চলা। সুদীর্ঘ ২৪ বছর একটি স্বনামধন্য জাতীয় দৈনিক সকালবেলা’কে প্রতিদিন প্রকাশ করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশে নির্ভীক ও আপোষহীন থেকে সামনে এগিয়ে গেছেন। যে কোনো সঙ্কট মোকাবেলায় বলিষ্ঠ নেতৃত্বে সমস্যার সমাধান করেছেন। এভাবে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দৈনিক সকালবেলাকে আজকের এই অবস্থানে তিনি নিয়ে এসেছেন। আজ তাঁর এই অকাল প্রয়াণ আমাদের মেনে নিতে কষ্ট হয়। আজ এই মহান ব্যক্তিত্ব দৈনিক সকালবেলার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক সৈয়দ এনামুল হক কে বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করছি, নিবেদন করছি গভীর শ্রদ্ধাঞ্জলী ও অসীম ভালোবাসা। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। চলবে———

About Syed Enamul Huq

Leave a Reply