Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শোকাবহ অক্টোবর

শোকাবহ অক্টোবর

আজ ১৯ অক্টোবর ২০২১, জাতীয় দৈনিক সকালবেলা এবং The Daily Morning Times এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সৈয়দ এনামুল হকের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত ‘শোকাবহ অক্টোবর’ মাসের ১৯তম দিন। গত বছরের ২৭ অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবেন না। তবে তিনি তার দৈনন্দিন কাজ ও কর্মে রেখে গেছেন অনেক কথা। যা আজ স্মৃতি। সেসব স্মৃতি আজ আমাদের হৃদয়ে নাড়া দিচ্ছেন। এসব স্মৃতি কখনোই ভুলিবার নয়।
গত বছরের এই মাসে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় তিনি ভালো ছিলেন। ডাক্তাররা তার প্রতি ছিলেন অত্যন্ত যত্নবান। তার সাথে দেখা করতে যাওয়া তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছেন। তাঁর স্ত্রী প্রতিদিন সকাল থেকে রাত অবধি হাসপাতালে থাকতেন। মাঝে মধ্যে গিয়ে স্যারের সাথে আইসিইউতে দেখা করতেন। স্যার তখন বারবার বলতেন, আমি সুস্থ্য আছি, আমাকে কেবিনে নিয়ে যাও, সবার সাথে থাকলে আমি ভাল থাকবো এখন আমাদের মনে হচ্ছে কেবিনে থাকলে ভাল হত, সবার সাথে দেখা হত। স্যারের মনে যত কথা ছিল হয়তো বলে যেতে পারতেন। কতটা কষ্ট হয়েছে একা একা ১৯টি দিন আইসিইউতে বলে যেতে পারেননি। ম্যাডাম সব সময় সাহস যুগিয়েছেন, স্যারকে বলতেন, ডাক্তার বলেছেন, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে বাসায় যেতে পারবে। সুস্থ্য হয়ে আর বাসায় ফিরতে পারেননি। তিনি কোনকিছু বলার সময় পাননি। শেষ কদিন শুধু চোখ দিয়ে তাঁকিয়ে ছিলেন। চোখের ভাষায় সবকিছু বলে দিয়েছেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন আমার সময় ফুরিয়ে গেছে, ছুটির ঘন্টা বেঁজে গেছে, ছুটি নিয়ে পরপারে পাড়ি জমান চিরস্থায়ী বাড়িতে। আমাদের ছুটির ঘন্টা যে কখন বেঁজে উঠবে, সেই অপেক্ষায় প্রহর গুনছি।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ্পাক তাঁকে বেহেস্ত নসীব করুন-আমিন। —–চলবে।

About Syed Enamul Huq

Leave a Reply