Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে দু’শ বছরের পুরনো মন্দিরে ফের চুরি

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইছামতি চা বাগানের ভেতরে প্রায় ২শ’ বছরের পুরাতন মঙ্গলচন্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে দুর্বত্তরা গেইটের তালা ভেঙে প্রণামী দানবাক্সের টাকা, তামার বাসনপত্র চুরি করে নেয়। এর দেড় মাস আগেও ওই মন্দিরে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার(১ অক্টোবর) মন্দির কমিটির নেতৃবৃন্দ বার বার মন্দিরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলে পুলিশ দুস্কৃতকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এবারে কোন অভিযোগ করেননি। এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। বার বার মন্দিরে চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকার হিন্দু জন সাধারণ। শ্রী শ্রী মঙ্গলচন্ডী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র পাল জানান, আগেও অনেকবার চুরি হয়েছে। আবার মাস-দেড় মাস আগেও চুরি হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মন্দির তালাবন্ধ করে বাড়িতে যাই। বুধবার ভোরে মন্দিরের এসে দেখি তালা ভাঙা। মন্দিরের ভেতরে থাকা দান বাক্স, তামার বাসনপত্র চুরি করে নিয়ে গেছে। থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থানা পুলিশকে এর আগে জানানো হয়েছিল। তবে কোনও কাজ হয়নি বিধায় এবার আর পুলিশকে জানাইনি। কি লাভ পুলিশ তো কোন পদক্ষেপ নিবে না। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশ) নয়ন কারকুন বলেন, থানায় কোনও লিখিত অভিযোগ পাইনি। তারপরও খোঁজ নিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply