Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সংস্কৃতি প্রতিমন্ত্রীর খুলনা শিল্পকলা একাডেমী পরিদর্শন

সংস্কৃতি প্রতিমন্ত্রীর খুলনা শিল্পকলা একাডেমী পরিদর্শন

খুলনা জেলা প্রতিনিধি:
নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমী নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে ।নির্মাণাধীন ভবনে লিফট ও সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ বুধবার দুপুরে নির্মাণাধীন খুলনা শিল্পকলা একাডেমী পরিদর্শন শেষে স্থানীয় সংস্কৃতি কর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।খুলনার সংস্কৃতিকর্মীদের সকল দাবির সাথে একমত পোষণ করে প্রতি মন্ত্রী আরো বলেন, শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে অধিকসংখ্যক মাইক্রোফোন ও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহার সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে সংস্কৃতিকর্মীদের পক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ,সাংবাদিক মকবুল হোসেন মিন্টু ,মুক্তিযোদ্ধা আলমগীর কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান ,সাইদুর রহমান সাইদ ,ও হুমায়ুন কবির বক্তৃতা করেন ।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এর আগে সকালে প্রতিমন্ত্রী খুলনায় অবস্থিত ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর এবং গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।পরে প্রতিমন্ত্রী ১৯৭১গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ভবন নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন ও মোনাজাতে অংশ নেন।উদ্ভাবন ও পরিদর্শনকালে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন সাহেব, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply