Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালের বারান্দায় ছেলে সন্তান প্রসব

সদর হাসপাতালের বারান্দায় ছেলে সন্তান প্রসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনের বারান্দায় ছেলে সন্তান প্রসব করলেন গ্রাম থেকে আসা রুবিয়া (২০) নামের এক নারী। 
বুধবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় হাসপাতালের বারান্দার বেঞ্চে ৪ কেজী ওজনের ফুটফুটে ছেলে শিশুর জন্ম হয়। 
রুবিয়া বিজয়নগর উপজেলার পত্তন  ইউনিয়নের দত্তল খলা গ্রামের কল্যাণ মুড়া রাকিব মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, আজকে সকালে রুবিয়ার প্রসব ব্যাথা উঠে। পরে বেলা সাড়ে ১০টার দিকে রুবিয়াকে ইঞ্জিনের নৌকা করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আসতে তাদের প্রায় ২ঘন্টা সময় লাগে৷ আনন্দবাজার আসার পর রুবিয়ার ব্যাথা আরও বেড়ে যায়। তারপর রুবিয়াকে দ্রুত সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাশের একটি বারান্দার বেঞ্চের মধ্যে তার স্বাভাবিক প্রসব হয়৷
হাসপাতালের কর্তব্যরত নার্স খালেদা আক্তার জানান, আজকে দুপুরে জরুরি বিভাগের সামনে একজন প্রসূতি মা সন্তান প্রসব করেন। পরে আয়া ও আরও নার্স নিয়ে গিয়ে রুবিয়ার প্রসব কাজটি সম্পূর্ণ করি। পরে মা ও শিশুকে গাইনী বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে দুইজনই সুস্থ আছেন।
তিনি আরো বলেন, তার স্বামী হাসপাতাল থেকে দুপুরে রুবিয়াসহ নবজাতক ছেলে নিয়ে বাড়িতে ফিরেছে। পরবর্তীতে চিকিৎসার জন্য রুবিয়ার স্বামীকে হাসপাতালে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply