Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরকারি বিক্রমপুর কে. বি. কলেজে” ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সরকারি বিক্রমপুর কে. বি. কলেজে” ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাংলা ও বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল সংগঠনটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন, গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি। ১৯৪৮ সালে এই ছাত্রলীগ জন্ম হয়ে অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে, ৭২ বছর পেরিয়ে আজ ৭৩ বছরে পা রেখেছে। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুষ্ঠ স্বাভাবিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সরকারি বিক্রমপুর কে.বি কলেজ ছাত্রলীগ। ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় সরকারি বিক্রমপুর কে. বি.কলেজ ছাত্রলীগের ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে জাতীয় ও ছাত্রলীগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে। কেক কেটে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উদ্বোধন করার আগে ছাত্রলীগ নেতা কর্মীদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদিন আহমেদ। বিশেষ অতিথি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য সুবীর চক্রবর্তী, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুমন মিয়া,‌ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ, বিক্রমপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ হাওলাদার, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রনি চৌধুরি,ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি টগর আহমেদ বাবু, কে. বি. কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার শেখ হীরা, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরাফাত শেখ রাসেল, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আকরাম শেখ মানিক, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক মামুন হোসেন, মালখানগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ফাহিম হোসেন। আয়োজন কমিটির সভাপতি মো. রাতুল খানের সভাপতিত্বে এবং ওমর হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মিথুন খান, নাহিদ হোসেন, সাইফুল সরদার,শুভ শুময়, কে বি কলেজ ছাত্রলীগ নেতা রনি আহমেদ, তামিম, টুটুল ,শাফিন ,জুবায়ের, নাদিম প্রমূখ।

About Syed Enamul Huq

Leave a Reply