Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইলের অতি গুরুত্বপুর্ণ ব্রীজের রেলিং ভাঙা
--সংগৃহীত ছবি

সরাইলের অতি গুরুত্বপুর্ণ ব্রীজের রেলিং ভাঙা

অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইল-নাসিরনগর উপজেলার প্রবেশ পথে কুট্রাপাড়া অতিগুরুত্বপূর্ণ ব্রিজের পশ্চিম পাশের  রেলিং’র মধ্য অংশ ভেঙ্গে আছে? যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে। গাড়ি চালকও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছে। দীর্ঘদিন ধরে ব্রিজের এ অবস্থা হলেও কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছে না বলে এলাকাবাসীর দাবী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজ সরেজমিনে গেলে পথচারীরা বলেন,যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে,দীর্ঘদিন ধরে ব্রিজের এ অবস্থা। কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছে না। সি এন জি চালক হুমায়ুন বলেন,এ দুই উপজেলার হাজার হাজার ছোট-বড় গাড়ি  রাত-দিন চলাচল করে কুট্রাপাড়ার ব্রিজ দিয়ে। অনেক বছর ধরে দেখতেছি রেলিং ভেঙ্গে এ অবস্থায় আছে। কোন ধরনের পরিবর্তন করে না। এ ব্রিজে বড়গাড়ি উঠলে কেঁপে উঠে। ব্রিজের রেলিং’র ব্যাপারে জানতে চাইলে এ প্রতিনিধি কে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক বলেন, নতুন র্অথ বছরে কাজের বাজেট আসলে এ ব্রিজের রেলিং ভাঙা অংশের কাজ করা হবে। এদিকে জানা যায়, সরাইল- নাসিরনগর উপজেলার প্রবেশপথে  কুট্রাপাড়া ব্রিজের উপর দিয়ে মহান জাতীয় সংসদের তিনজন সংসদ সদস্য প্রতিনিয়ত আসা যাওয়া করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

About Syed Enamul Huq

Leave a Reply