Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ

সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত চলবে। সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম এ প্রতিনিধিকে বলেন, উপজেলার চুন্টা ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি। নির্বাচনে ২৪ হাজার  ০৫১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১২হাজার  ৪৫২ জন ও নারী ভোটার সংখ্যা  ১১ হাজার ৫৯৯জন।নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের মোঃ হাবিবুর রহমান, আলহাজ্ব আছাদ উল্লাহ( মিনার প্রতিক), জাতীয় পাটি(লাঙ্গল  প্রতিক )নিয়ে হাজী মোঃ বাহার মিয়া ও (আনারস প্রতিক )স্বতন্ত প্রার্থী মোঃ হুমায়ুন কবির। সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চারজন প্রার্থী লড়ছেন।তিনি আরো জানান, সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া মৃত্যুতে পদ শূন্য হয়।সহকারী পুলিশ সুপার ( সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান এ প্রতিনিধিকে বলেন, সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করতে মাঠ পর্যায়ে বিজিবি, র‌্যাব, পুলিশসহ চারস্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এছাড়া ১০জন ম্যাজিস্ট্রটসহ পুলিশের ৯টি মোবাইলটিম ভোটের মাঠ তদারকি করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনওকোথাও কোন অপ্রীকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply