Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
টানা বর্ষন আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। পঞ্চম দফায় পানি বৃদ্ধির ফলে বন্যার আতংক দেখা দিয়েছে নিম্নঞ্চল ও চরাঞ্চলের মানুষের মাঝে।
শনিবার (১৪ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টেও যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যমুনায় পানি বাড়ায় নিম্নঞ্চল ও চরাঞ্চলের নদী তিরবর্তি এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন এ সমস্ত এলাকার জনসাধারন। বিস্তীর্ন ফসলি জমির বীজতলা, তিল ও পাটসহ বিভিন্ন শাক-সবজি বাগান পানিতে তলিয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা।

About Syed Enamul Huq

Leave a Reply