Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়ন কৃষক লীগের ত্রী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়ন কৃষক লীগের ত্রী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আমির হোসেন ঢালি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন শাখা কৃষক লীগের ত্রী – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ‘কৃষক বাঁচাও- দেশ বাঁচাও’ স্লোগানে ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সম্মেলন উদ্বোধন করা হয় । উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হা. এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুজ্জামান চৌধুরী অরুণ। ইছাপুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভবন চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সভাপতি হাজি দ্বীন মো. লালু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, সিনিয়র সহ সভাপতি মো. রায়হান মোল্লা, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবু, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন সুমন, কে. বি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদ উল্ল্যাহ বাহার বাবু, ইছাপুরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল ইসলাম হা. ইছাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহসিন রেজা, সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, ইছাপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, ইউনিয়ন মসৎজীবী লীগের আহবায়ক আল আমিন কবির ও যুগ্ম আহবায়ক মিজান শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী দ্বীন মোহাম্মদ লালু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম ফিরোজ। এতে বীনা প্রতিদ্বন্দিতায় মো. তাজুল ইসলামকে সভাপতি ও ভোটের মাধ্যমে মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

About Syed Enamul Huq

Leave a Reply