Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সিরাজদিখানে ১২ শতাধিক মানুষকে লতিফ নিটিং মিলস লিমিটেডের খাদ্য সহায়তা

সিরাজদিখানে ১২ শতাধিক মানুষকে লতিফ নিটিং মিলস লিমিটেডের খাদ্য সহায়তা

 

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনাকালীন সময়ে সুবিধাবঞ্চিতদের মাঝে লতিফ মিটিং মিলস লিমিটেডের পক্ষ থেকেই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলার ইছাপুরা গ্রামের লতিফ মিটিং মিলস লিমিটেডের চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ মিয়ার বাড়ি থেকে ১২শতাধিক পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য তালিকায় ছিল ২০কেজি উন্নত চাউল, ২কেজি মসুরের ডাল।

বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লতিফ নিটিং মিলস লিমিটেডের চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ মিয়া। এতে অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, লতিফ নিটিং মিলস লিমিটেডের পরিচালক হাজী আব্দুর রহমান রিপন,পরিচালক হাজি আতিকুর রহমান আতিক, পরিচালক লায়ন মিজানুর রহমান টিটু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক বাবু চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ হাওলাদার, মো. দেলোয়ার হোসেন, মীর মোশারফ হোসেন সুমন, মিজান শেখ, আরাফাত শেখ রাসেল প্রমুখ। বাসের হেলপারী করে সংসার চালাতেন সোহেল। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। লতিফ নিটিং মিলস লিমিটেডের সহায়তার খাদ্যসামগ্রী পেয়ে মুখে হাসি ফুটেছে তাঁর। সোহেল বলেন, এই মুহূর্তে লতিফ নিটিং মিলস লিমিটেড যে উপকার করেছে তা আমগো খুব কাজে লাগবে। ৮০ বছরের বৃদ্ধ আহাম্মদের হাতে তুলে দেয়া হয় লতিফ নিটিং মিলস লিমিটেডের খাদ্য সহায়তা। খাদ্য সহায়তা পেয়ে অশ্রুসিক্ত বৃদ্ধ আহাম্মদ বলেন, ‘আমি তো এর আগেও রিলিফ নিচ্ছি। এত ফাইন কইরা কেউ দেয় নাই। এখানে এত বড় বাড়ির ভিতরে বসাইয়া ত্রাণ দিচ্ছে। আল্লাহ হেগো ভালো করুক। এর আগে উপস্থিত সকলের মাঝে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে লতিফ নিটিং মিলস লিমিটেডের লোগো সম্বলিত মাস্ক বিতরণ করা হয়। খাদ্য সহায়তা প্রদান কালে বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, লতিফ নিটিং মিলস লিমিটেড সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় আজ ১২শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply