Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ খালেদ মাহমুদের

স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ খালেদ মাহমুদের

টেস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল। বাংলাদেশ মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় বেশ চাপে ছিল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। ২০১৮ সালের পর জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষেও টেস্ট জিততে পারেনি মুমিনুল হকের দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল কোয়ারেন্টিনে থাকতে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলেন ৫০ বছর বয়সী সাবেক এ অলরাউন্ডার, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলিনি। কোয়ারেন্টিনে থাকতে দলের সবাইকে একটি বিষয় বলেছি “কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা পারি।”’

খালেদ মাহমুদের জন্য এটি স্বপ্ন পূরণ হওয়ার মতোই

খালেদ মাহমুদের জন্য এটি স্বপ্ন পূরণ হওয়ার মতোই
ফাইল ছবি

খালেদ মাহমুদ জানান, নিউজিল্যান্ডে এবার আগেভাগে যাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ দল, ‘ছেলেরা খুব পরিশ্রম করেছে। আমার মনে হয়, এবার আগেভাগে এসে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে অনুশীলন করায় লাভবান হয়েছি। ব্যাটিংয়ে কী হতে পারে এবং কোথায় বল করতে হবে, তা বুঝেছে দল। মাঠে তার প্রয়োগটা দারুণ ছিল।’ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে দারুণ ভূমিকা রাখেন পেসার ইবাদত হোসেন। তাঁকে নিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘প্রথম ইনিংসে তা বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। অনেক হাফ ভলি ও খাটো লেংথে বল করেছে। সে একটু খাটো লেংথে বল করতে চেয়েছিল। পরে তাকে আমরা বলেছি, উইকেট নিতে হলে এখানে ফুল লেংথেই বল করতে হবে। পরে সে নিখুঁতভাবে নিজের কাজটা করেছে।’

About Syed Enamul Huq

Leave a Reply