Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৩৫ লাখ দরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা
--ফাইল ছবি

৩৫ লাখ দরিদ্র পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা

অনলাইন ডেস্ক:

গেল বছরের মতো এবারও করোনা মহামারির মধ্যে ৩৫ লাখ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার এই সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন। অর্থ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা মহামারির কারণে গত বছর নিম্ন আয়ের যেসব মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়েছিল, তাদের সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে আড়াই হাজার টাকা করে ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। আগামী ২ মে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এই ৩৫ লাখ পরিবারকে ইএফটির মাধ্যমে তাদের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সহায়তা সরাসরি পাঠানো হবে।

অর্থ মন্ত্রণালয় আরো জানায়, অতিদরিদ্র, কর্মহীন নিম্ন আয়ের জনগোষ্ঠী যাতে এই কার্যক্রমের আওতায় আসে, সে লক্ষ্যে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার নিম্ন আয়ের লোকজন যাতে এই আর্থিক সহায়তা পায়, তা নিশ্চিত করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে, যাতে শুধু প্রকৃত অতিদরিদ্র জনগোষ্ঠী এই টাকা পায়।

About Syed Enamul Huq

Leave a Reply