Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৯০ দিনে কাবুলের পতন নিশ্চিত, মার্কিন গোয়েন্দাদের শঙ্কা
--ফাইল ছবি

৯০ দিনে কাবুলের পতন নিশ্চিত, মার্কিন গোয়েন্দাদের শঙ্কা

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানে তালেবান যে গতিতে একের পর এক এলাকা দখলে নিচ্ছে, সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে কাবুলের দখল নিয়ে নিতে পারে তারা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টে আতঙ্কের এই ছবিই তুলে ধরা হয়েছে। খবর আলজাজিরার।

নাম প্রকাশ না করার শর্তে পেন্টাগনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই রিপোর্টের ব্যাপারে জানিয়েছেন। তাদের শঙ্কা, তালেবান যে গতিতে এগিয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে, তাতে এক মাসের মধ্যে কাবুলকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে তারা।

ওই কর্মকর্তা আরো বলেন, পরে আরো ৬০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানীকে সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে নিতে পারবে তালেবান। সেই হিসেবে ৯০ দিনের মধ্যে কাবুলের পতন অনিবার্য!

তবে তিনি জানিয়েছেন, আফগান বাহিনী যদি ঠিকমতো তালেবানকে প্রতিহত করতে পারে, তাহলে ভবিষ্যতের ছবিটা এত নিদারুণ হবে না।

About Syed Enamul Huq

Leave a Reply