গুলশান থেকে: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে রেস্টুরেন্টটি সম্পূর্ণ অন্ধকার। ভেতরে ঢুকে প্রথমেই আলো নিভিয়ে দেয় জিম্মিকারীরা।
দোতলা ভবনটিতে আটকা রয়েছে ৩০ জনের বেশি।
এমনটি জানিয়েছেন রেস্টুরেন্টটি পর্যবেক্ষণ করা একজন ৠাব সদস্য।
রাত ৮টার দিকে জিম্মিকারীরা ভেতরে ঢুকেই সব আলো নিভিয়ে দেয়। অন্ধকার থাকায় আইন-শৃঙ্খলা বাহিনী কোনো সিদ্ধান্ত নিতে পারছিলো না।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি না যে কীভাবে এগোবো। দোতলা ভবনটিতে ৩০ জনের বেশি আটকটা রয়েছেন বলে ধারণা করছি আমরা।
শুক্রবার (০১ জুলাই) রাত ৮টা থেকে গুলি বিনিময়ের ঘটনা শুরু হয়।