প্রায় ১২ ঘণ্টা পর অবসান হলো গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে জিম্মি সঙ্কটের। সকালে সেনাবাহিনীর নেতৃত্বে মূল অভিযান চলে ১২ থেকে ১৩ মিনিট। পরে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়, তিন বিদেশিসহ ১৩ জনকে।
৭টা ৪০ মিনিটে অপারেশন থান্ডার বোল্ট শুরুর আগেই রাতে গলাকেটে হত্যা করা হয় ২০ জনকে। সাড়ে ৮টা পর্যন্ত চলা অভিযানে ৬ সন্ত্রাসী মারা গেলেও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আই্এসপিআরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, সেনাবাহিনীর সামরিক অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
প্যারা কমান্ডোদের এই প্রস্তুতি হলি আর্টিজেন এবং ও কিচেন রেস্টুরেন্টরের জিম্মি উদ্ধারে। টানা আটঘন্টা ধরে এখানে আটকে পড়াদের উদ্ধারে- সরকার প্রধানের নির্দেশেই এই অভিযানে প্রচলিত আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী যোগ দেয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।