এক মাসের সংযম আর সিয়াম সাধনা শেষে এসেছে খুশির ঈদ। দেশের মুসলমান সম্প্রদায় আজ মেতে উঠেছে ঈদের আনন্দে।
সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর।
রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও দেশের প্রধান জামাত হয়েছে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। ঈদ উপলক্ষে রেডিও, টেলিভিশনগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে কোলাকুলি।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
ময়মনসিংহ শহরের কাচিঝুলী এলাকায় অবস্থিত কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা উপস্থিত হন।
রংপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। ঈদগাহ ময়দানে নামাজ শেষে দেশ, জাতির কল্যাণ ও বিশ্বমানবের কল্যাণে দোয়া করা হয়। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতান্ন জামাত ঈদগাহ ময়দান থেকে তোলা।
চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এক কাতারে দাঁড়িয়ে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করেন সর্বস্তরের লোকজন।