সর্বশেষ বোর্ড মিটিংয়ে আইসিসি জানিয়েছে, ‘কোন কোন জায়গায় বল লাগলে আউট হবে বা হবে না সেটা নির্ধারণ করা হয়েছে। বল যদি স্ট্যাম্পের ভিতরে অর্ধেক থাকে তাহলে আউট হবে না। এই নিয়ম আগে ছিল। এবার তার উল্টোটা করা হয়েছে। এতে এলবিডব্লিউয়ের মাধ্যমে আউটের সংখ্যা বাড়বে। পরিবর্তিত জায়গা হিসাব করা হয়েছে লেগ স্ট্যাম্প ও অফ স্ট্যাম্পের বাইরের বল ও বেলের নিচে। আগে ছিল লেগ স্ট্যাম্প ও অফ স্ট্যাম্পের মাঝখানে ও বেলের নিচে লাগলে আউট।’
সদ্য ঘোষিত এই নিয়মের ফলে সুবিধা বেশি পাবেন বোলাররাই। আগামী ১ অক্টোবর থেকে আইসিসির এই নিয়ম কার্যকর হবে। এখন থেকে ‘নো’ বলের ক্ষেত্রেও তৃতীয় আম্পায়ার ভূমিকা নিতে পারবেন। আইসিসি থেকে জানানো হয়েছে, ‘আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই শুরু হয়ে যাবে এই নিয়ম। বল হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে মাঠে থাকা আম্পায়ারকে তার সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’