মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধিঃ
প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিট, ২য় জামাত ৭ টা ৪৫ মিনিট এবং ৩য় জামাত ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতিত্ব করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব।
ঈদের ১ম জামাতে সাবেক চীফ হুইফ আব্দুস শহীদ এম পি , শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু এবং শ্রীমঙ্গল থানা আসিার ইনচার্জ মো: মাহবুবুর রহমান উপস্থিত থেকে মুসল্লিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শ্রীমঙ্গল শহরকে আরও সুন্দর করে তোলার জন্য সকলের প্রতি সহযোগিতার আহব্বান জানান।
এদিকে ঈদগাহের চতুর্দিকে নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহীনির টহল দেখা গিয়েছে। র্যাব-৯ এর বাহীনি ও পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য টহলে ছিলেন।