ইরাকের রাজধানী বাগদাদে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে বাগদাদের উত্তরাঞ্চলের একটি শহরে এই হামলা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র এই তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরে খালিসের প্রবেশমুখে এই হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এর দায় কেউ স্বীকার না করলেও বাগদাদে আইএস নিয়মিত হামলা চালিয়ে আসছে। হাসপাতাল সূত্র বলছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। সূত্র: রয়টার্স।
