ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ের পাদদেশে অবস্থিত জনপ্রিয় পর্যটন শহর মানালিতে ২৫ বছর বয়সী এক ইসরাইলী নারীকে গণধর্ষনের শিকার হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। ওই নারী পুলিশকে জানান, গতকাল রোববার ভোরে একটি গাড়িকে ট্যাক্সি ভেবে তিনি তাকে নিকটস্থ শহরে পৌঁছে দিতে বলেন। গাড়িতে ৬ জন লোক ছিল এবং এদের মধ্যে দুইজন তাকে ধর্ষণ করেন। ওই ইসরাইলী নারী তার বন্ধুদের সঙ্গে কিলং শহরে একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। তারা সবাই একসঙ্গে কয়েকদিন আগে মানালিতে আসেন। তার বন্ধুরা ইতোমধ্যে কিলংয়ের উদ্দেশ্যে মানালি ছেড়ে গেছেন। পুলিশ সন্দেহভাজনদের সনাক্ত করতে মানালির রাস্তায় বসানো সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছে। একইসঙ্গে পুরো ঘটনাও খতিয়ে দেখছে। এ বিষয়ে আজ সোমবার পুলিশের নিয়ন্ত্রক পদম চাঁদ বলেন, অপরাধীদের আটক করার জন্য আমরা সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করছি। ঘটনাটি ইসরাইলী দূতাবাসকে জানানো হয়েছে। তিনি জানান, মানালি পুলিশ স্টেশনে ওই নারী অভিযোগ করার পর তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
