চট্টগ্রাম ব্যুরো: শুল্ক ফাঁকির অভিযোগে নগরীতে পৃথক অভিযানে ১১ কোটি টাকা মূল্যের দুটো
বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার চট্টগ্রাম নগরীর মেহেদিবাগ ও অলংকার মোড় থেকে বিলাসবহুল Range Rover ও
Porsche Cayenne Magnum গাড়ি দুটি আটক করা হয়। গাড়ি দুটো কারনেট সুবিধায় আনা
হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
গাড়ি দুটো আটকের সময় মালিক এবং প্রতিনিধি কেউই গাড়ির বৈধ রেজিস্ট্রেশন অথবা
আমদানির কাগজপত্র দেখাতে পারেননি। ফলে গাড়িগুলো কখন এসেছিল, কারা এনেছিল সে
বিষয়ে কিছুই জানা যায়নি বলে জানালেন,শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের
মহাপরিচালক ড. মঈনুল খান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মেহেদিবাগ এলাকা
থেকে রেঞ্জ রোভার গাড়িটি আটক করা হয়। গাড়িটির আনুমানিক মুল্য ৫ কোটি টাকা।
২০০২ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৬০০ সিসি ক্ষমতা সম্পন্ন। অপরদিকে নগরীর অলংকার
মোড়ের একটি পেট্রল পাম্প থেকে Porsche Cayenne Magnum গাড়িটি উদ্ধার করা হয়।
২০০৪ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৫০০ সিসি ক্ষমতা সম্পন্ন। গাড়িটির আনুমানিক মূল্য
৬ কোটি টাকা।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।