কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় মাদক মামলায় রাজীব হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(০২ জুলাই) দুপুরে কুষ্টিয়া জলা ও দায়রা জজ আদালতর বিচারক অরুপ কুমার গোস্বামী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার নূর মোহাম্মদ মন্ডলের ছেলে।
কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী জানান,২০১৩ সালের ৪ জানুয়ারী র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের আভিযানিক দল কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকা থেকে রাজীব হোসেনকে ৫০ পিস ইয়াবা ও ৬২ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা হলে দীর্ঘ শুনানি শেষে আদালত দুপুরে রাজীবকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন।