তানভীর আহম্মেদ ,রাণীনগর ,নওগাঁ (প্রতিনিধি ): নওগাঁর রাণীনগরে মা-বাবার উপর অভিমান করে রুহুল আমিন (১৩) নামের ৯ম শ্রেনীতে পড়-য়া স্কুল ছাত্র বিষের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। থানাপুলিশ লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রুহুল আমিন রাণীনগর উপজেলার কালীগ্রাম ওঝাওঝি পাড়া গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকাম্মেল হোসেন পারিবারিক সুত্রের বরাদ ... Read More »
