স্টাফ রিপোর্টার: শাহরিয়ার মাসুদ
ঢাকা শহরের অন্যতম প্রাচীন কলেজ সরকারি বাঙলা কলেজ। ১৯৬২ সালে ভাষাবিদ ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ হাত দরে প্রতিষ্ঠিত হয়।কলেজটি প্রতিষ্ঠার ৫০ বছর পার করলেও তেমন কোন উন্নয়ন চোখে পরেনি।সব সময় কলেজটি অবহেলিত ছিল। যদি ও তখন কলেজটি বাঙলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রতিষ্ঠিত করা হয়েছিল।
সরকারি বাঙলা কলেজের বর্তমান অধ্যক্ষ ড.ফেরদৌসী খান, গত ০৬-১১-১৮ ইং হতে কলেজটিতে অধ্যক্ষ হওয়ার পর থেকে যেন সব পাল্টে যেতে শুরু করেছে।ইতিমধ্যে তিনি কলেজের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ হাতে নিয়েছেন যা কলেজে গেলে যে কার ও চোখে পড়ে। তিনি সব মহলে প্রশংসিত হয়েছেন, ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক, কর্মচারী সবাই তার উন্নয়নের প্রশংসা করেছেন।
বর্তমান অধ্যক্ষ সবাইকে একটি স্বপ্নের বাঙলা কলেজ উপহার দিতে চান।তিনি আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন,বর্তমানে কলেজে অনেক কাজ চলমান আছে, ১০তলা বিল্ডিং হচ্ছে এটি হলে আমাদের শ্রেণী কক্ষের যে সংকট আছে তা কেটে যাবে।তাছাড়া প্রতিটি বিভাগে টাইলস করা হচ্ছে, ছেলেদের জন্য নতুন আরেকটি হল হচ্ছে। মেয়েদের হলের জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে, কলেজ গেটের কাজ এই মাসে শুরু হচ্ছে। পরিবহন সংকট দূর করার জন্য বাস আনার চেষ্টা করা হচ্ছে এবং আশাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। কলেজের ভিতরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, গাছ লাগানো, রং করা ইত্যাদি কার্যক্রম চলমান।প্রতিষ্ঠা সদস্য ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ ও প্রথম অধ্যক্ষ আবুল কাসেম এর বিভিন্ন চত্তর করা হচ্ছে।
তিনি আরো বলেন,আপনারা আরও দুই মাস পর এসে দেখবেন আমার কলেজের কি পরিবর্তন হয়েছেন।আমি ছাত্র ছাত্রী বান্ধব অধ্যক্ষ। আমি চাই, আমি যখন থাকবো না তখন যেন এই কলেজের প্রতিটি মানুষ আমায় মনে করে। আমার কিছু চাওয়া পাওয়া নেই। আমি সবার মনের মাঝে থাকতে চাই। আমি কাউকে ভয় করে কাজ করিনা, একদিন চলে যেতে হবে তবে যাওয়ার আগে অনেক কাজ করে যেতে চাই।সব শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।