সাইফুল ইসলাম মাদারিপুর প্রতিনিধিঃ-
মাদারীপুরের কালকিনির জুরগাও এলাকা থেকে ৩৩৮০ পিস ইয়াবা সহ পেশাদারী মাদক ব্যাবসায়ী নিপা বেগম (৪০)কে গ্রেফতার করেছেন মাদারীপুর র্যাব-৮।সে কালকিনি পৌরসভার জুরগাও এলাকার এচাহাক হাওলাদারের স্ত্রী।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল রাতে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কালকিনি পৌরসভার জুরগাও এলাকায় অভিযান চালিয়ে ৩৩৮০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী নিপা বেগমকে গ্রেফতার করে।
নিপা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে মাদারীপুর কালকিনি উপজেলার পার্শ্ববতী উপজেলা গৌরনদী সহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করে। ১৪ বৎসর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহন করেন পৌরসভার এচাহাক হাওলাদারকে বিয়ে করে লেবানন গিয়াছিলেন।
তিনি লেবানন থেকে দেশে এসে ইয়াবার ব্যবসা শুরু করেন। ধৃত আসামীকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, নিপা বেগমকে মাদারীপুর র্যাব-৮ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এবং তাহাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।