Sunday , 18 April 2021
Home » দৈনিক সকালবেলা » মাদারীপুরে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলা।

মাদারীপুরে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি বৃক্ষ মেলা।

সাইফুল ইসলা্ম,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপি বৃক্ষ মেলা। “পরিকল্পিত ফল চাষ
যোগাবে পুষ্টি সম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক
বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে ১০ টায়
মাদারীপুর জেলা প্রসাশকে বসভবনের সামনে থেকে একটি বর্র্ন্যালো
র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা
অঙ্গনে গিয়ে শেষ হয়।
এর পর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ মেলার উদ্বোধণ করেন শাজাহান খান
এমপি।
আলোচনা শেষ কৃষকদের মাঝে বনজ, ফলজ ও ঔষাধি গাছ বিতরণ করা হয়।
মাদারীপুর প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের
উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামন ফকির, মাদারীপুর
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. ওবাইদুর রহমান খান, ফরিদপুর
বিভাগীয় বন কর্মকতা, এনামুল হক ভূঁইয়া,
মাদারীপুর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি. এম. এ. গফুর, মাদারীপুর
পৌরসভার সাবেক মেয়র, নুরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুর
পৌরসভার সাবেক মেয়র মো. খলিলুর রহমান খান ও মাদারীপুর জেলা
মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার।

About Sakal Bela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*